Showing posts with label শিক্ষা ও ক্যাম্পাস. Show all posts
Showing posts with label শিক্ষা ও ক্যাম্পাস. Show all posts

Mar 24, 2021

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষামূলক প্রতিযোগীতা

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষামূলক প্রতিযোগীতা


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকাল ১০ টায় গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশ শিশু একাডেমী জেলা শাখার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা সকাল সাড়ে ৯টায় শুরু হয়। তারপর সাড়ে ১০ টায় হয় রচনা প্রতিযোগিতা, ১১ টায় কবিতা আবৃত্তি এবং সবশেষে ১২টায় দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা হয়। এসব প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিরা অংশগ্রহন করে।
প্রতিযোগিতায় বিচারকমন্ডলীতে ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুল আলম, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মোহায়মেন, নবাবগঞ্জ সরকারি কলেজের  প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, শিক্ষক ফরহাদ হোসেন, শিক্ষক (অবঃ) আজিজুর রহমান, কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, অধ্যাপক (অবঃ) সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার রুহুল আমিন।

এসব প্রতিযোগিতায় বিজয়ীদের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের আলোচনা সভায় পুরস্কৃত করা হবে চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকাল ১০ টায় গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশ শিশু একাডেমী জেলা শাখার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা সকাল সাড়ে ৯টায় শুরু হয়। তারপর সাড়ে ১০ টায় হয় রচনা প্রতিযোগিতা, ১১ টায় কবিতা আবৃত্তি এবং সবশেষে ১২টায় দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা হয়। এসব প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিরা অংশগ্রহন করে।

প্রতিযোগিতায় বিচারকমন্ডলীতে ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুল আলম, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মোহায়মেন, নবাবগঞ্জ সরকারি কলেজের  প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, শিক্ষক ফরহাদ হোসেন, শিক্ষক (অবঃ) আজিজুর রহমান, কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, অধ্যাপক (অবঃ) সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার রুহুল আমিন। এ সব প্রতিযোগিতায় বিজয়ীদের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের আলোচনা সভায় পুরস্কৃত করা হবে

Mar 6, 2021

পলিটেকনিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ হচ্ছে

পলিটেকনিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ হচ্ছে


পলিটেকনিকের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগসহ অনার্স-মাস্টার্স করার সুযোগ দিতে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আকাক্সক্ষার বিষয়টি বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের কাছে চিঠিও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, গাজীপুরের ডুয়েটে কারিগরি শিক্ষার্থীদের জন্য সেখানে ডিপ্লোমা করার পর ভর্তির সুযোগ রয়েছে। এ ছাড়াও সরকার ৪ জেলায় ৪টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ করবে। সেখানে এসব প্রতিষ্ঠানের ৫০ শতাংশ এবং বাকি ৫০ শতাংশ সরাসরি ভর্তির সুযোগ পাবে। এ কলেজগুলো বুয়েটের তত্ত্বাবধানে চলবে। এর ফলে প্রচুরসংখ্যক ডিপ্লোমা পাস করা শিক্ষার্থী বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পাবে। এর বাইরেও সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের ভর্তির পথ বের করার চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়।


সম্প্রতি পলিটেকনিকের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগের দাবিসহ চার দফা দাবিতে আন্দোলন করে। শিক্ষার্থীরা জানায়, বর্তমানে সারাদেশে প্রায় ৪৯টি সরকারি পলিটেকনিক এবং ৪৫০-এর বেশি বেসরকারি পলিটেকনিক রয়েছে। যেখান থেকে প্রতিবছর প্রায় হাজার হাজার ডিপ্লোমা প্রকৌশলী বের হয়; কিন্তু বেশির ভাগেরই পড়ালেখার যাত্রা এর পর থেমে যায়। বর্তমানে ৫শর বেশি পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একই প্রতিষ্ঠান ডুয়েট। ডুয়েটের মতো এখন পর্যন্ত দ্বিতীয় আর কোনো প্রতিষ্ঠান গড়ে তোলেনি সরকার। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী


ডা. দীপু মনি আমাদের সময়কে বলেন, ‘শিক্ষার্থীরা যে প্রতিষ্ঠানেই পড়ুক তার যদি উচ্চশিক্ষা নেওয়ার মেধা-যোগ্যতা থাকে, তা হলে সে সুযোগ যেন তারা পায়। সে কারণে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তিতে বয়সের বাধা তুলে দিয়েছি। আমি সব বিশ্ববিদ্যালকে দিঠি দিয়েছি, তারা যেন পলিটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগ দেয়। ভর্তি পরীক্ষা দিয়েই ভর্তি হবে। যদি কোয়ালিফাই করে, তা হলে নেবে না কেন?’


মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তির যোগ্যতা এইচএসসি। আর পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে এসএসসি ও সমমান উত্তীর্ণ হতে হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে এইচএসসি দুই বছর পেরিয়ে গেলে কোনো শিক্ষার্থী ভর্তির সুযোগ পান না। এ কারণে পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছরমেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স পাস করা শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ চাইলেও তা পান না। বঞ্চিত শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির বিষয়ে সুযোগ করে দিতে উদ্যোগ নেন।

পরিস্থিতি বিবেচনা করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের চিঠি দেন এসব শিক্ষার্থীর ভর্তির ব্যবস্থা নিতে। তবে বিশ্ববিদ্যালয়গুলো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

Feb 27, 2021

রহনপুরে মহিলা মাদ্রাসার উদ্বোধন

রহনপুরে মহিলা মাদ্রাসার উদ্বোধন

স্টাফ রিপোর্টার এমরান আলী বাবু:

রহনপুরে তোফাজ্জুল হক মহিলা সালাফিয়্যাহ মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে রহনপুর পৌর এলাকার খয়রাবাদস্থ মাদ্রাসা প্রাঙ্গনে এর উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস।

 সৌদি মাবউস ও রাজশাহী আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খ আব্দুল সামাদ সালাফীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য দেন,সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান। 

বিশেষ অতিথি'র বক্তব্য দেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব হুমায়ুন রেজা,রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান,রাধানগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার সালাহ্ উদ্দীন, কাউন্সিলর আব্দুর রাজ্জাক মুন্টু প্রমূখ। এতে স্বাগত বক্তব্য দেন  অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ তোফাজ্জল হক ফাউন্ডেশন (প্রস্তাবিত) পরিচালিত তোফাজ্জল হক মহিলা সালাফিয়্যাহ মাদ্রাসার আহবায়ক  মুহাম্মদ তৌহিদ বিন তোফাজ্জল হক।

Feb 24, 2021

চাঁপাইনবাবগঞ্জে মাস্টার্স ও ডিগ্রী পরীক্ষার্থীদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মাস্টার্স ও ডিগ্রী পরীক্ষার্থীদের মানববন্ধন


জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা, মাস্টার্স, ডিগ্রী পরীক্ষা স্থগিতের প্রতিবাদে এবং পুনরায় পরীক্ষার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফেব্রয়ারী) বেলা ১১টায় নবাবগঞ্জ সরকারী কলেজের সামনে সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে মানববন্ধন কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল স্থগিতকৃত পরীক্ষা পুনরায় নেওয়ার আহ্বান জানায়। মানববন্ধনে বক্তারা আরোও বলেন; করোনার সংক্রমণ সিমিত হয়েছে। করোনায় আক্রান্ত হয়েও মানুষ মরছেও কম। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত।

মানববন্ধনে উপস্থিত ছিলেন; নবাবগঞ্জ সরকারী কলেজের মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষার্থী তৌসিকুল রেজা খান, আসিফ ইয়াসির, ইউসুফ রেজা, নবাবগঞ্জ সরকারী কলেজের ডিগ্রী পরিক্ষার্থী তৌফিকুল ইসলাম, সারোয়ার জাহান,সারিকা খাতুন প্রমুখ।

মানববন্ধন শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডুর মাধ্যমে গাজিপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদের বরাবর স্মারকলিপি দেয় পরীক্ষার্থীরা।

Feb 23, 2021

চাঁপাইনবাবগঞ্জে তিনদিনব্যাপী বইমেলা সমাপ্ত

চাঁপাইনবাবগঞ্জে তিনদিনব্যাপী বইমেলা সমাপ্ত

চাঁপাইনবাবগঞ্জে তিনদিনব্যাপী বইমেলার সমাপ্ত হয়েছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বিকেলে এমেলার উদ্বোধন করা হয়। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনদিনব্যাপী এ বইমেলার সমাপ্তি ঘোষনা করা হয়েছে।


মেলায় ১৮টি স্টল অংশগ্রহন করে। সরেজমিনে মঙ্গলবার সন্ধ্যায় গিয়ে দেখা যায়, কয়েকটি দোকানে ভিড় করছেন শিশু ও তাদের অভিভাবকবৃন্দ।
বিক্রি ভাল না হওয়ায় এক বিক্রেতা বলেন, সময় কম এবং ক্রেতা আকৃষ্ট করা না গেলে ব্যবসা করা যাবেনা। তিনি আয়োজকদের ক্রেতা বাড়াতে কার্যকরী ভুমিকা নিয়ে পরবর্তীতে বইমেলা আয়োজন করার আহবান জানান।

অন্য এক বিক্রেতা বলেন, কপিরাইট বই মেলায় কম দামে পাওয়া যাচ্ছে। একারণে অরিজিনাল বই ক্রেতা কিনতে চাচ্ছেনা। কারণ কপিরাইট বই যেখানে ৬০-৬৫% কমিশনে বই বিক্রি করছে, সেক্ষেত্রে উনি ৩০% এর বেশী কমিশন দিতে পারছেন না। তিনি বলেন, মানুষ ভাল মানের বই বেশী দামে কিনতে চায়না, তাই তার বিক্রি হতাশাজনক। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কপিরাইটের বিষয়টি আয়োজক কর্তৃপক্ষকে জানিয়েও কোন সুরাহা পাননি।
তবে, সামনে এধরনের বই মেলা আয়োজন করতে হলে ক্রেতা আকৃষ্ট করতে কার্যকরী ভুমিকা এবং সময় বৃদ্ধি করতে হবে বলে জানান এক ক্রেতা।

সন্ধ্যার আগেই স্টল বন্ধ করার নির্দেশনা থাকলেও শেষ দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত বইমেলায় ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।

Feb 21, 2021

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ




শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে রচনা, হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।




চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে রচনা প্রতিযোগিতা সকাল ৯-২০ শুরু হয়। আধা ঘন্টাব্যাপী রচনা প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন শিক্ষার্থী অংশ নেয়। রচনা প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। ‘ক’ বিভাগের (৫ম-৭ম শ্রেণি) বিষয় ছিল-‘একুশের সকাল’, ‘খ’ বিভাগের (৮ম-১০ম শ্রেণি) বিষয়-ভাষা শহিদ ও তাঁদের অবদান এবং ‘গ’ বিভাগের (একাদশ-বিশ্ববিদ্যালয়) এর বিষয়-আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভুমি।

সকাল ১০টায় শুরু হয় হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা। ১০ মিনিটব্যাপী এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯২ জন শিক্ষার্থী ‘খ’ বিভাগের (৮ম-১০ম শ্রেণি) অংশগ্রহন করে।
‘ক’ বিভাগের (২য়-৩য়শ্রেণি), ‘খ’ বিভাগের (৪র্থ-৬ষ্ঠ শ্রেণি) এবং ‘গ’ বিভাগের (৭ম-১০ম শ্রেণি) এই তিন বিভাগে অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয় সকাল সাড়ে ১০টায়। ঘন্টাব্যাপী এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০জন শিক্ষার্থী অংশ নেয়।

‘ক’ (শিশু-৩য়শ্রেণি)’র বিষয় ইচ্ছামতো, ‘খ’ বিভাগের (৪র্থ-৬ষ্ঠ শ্রেণি)’র বিষয়-আমার দেখা একুশ, ‘গ’ বিভাগের (৭ম-১০ম শ্রেণি)’র বিষয়-প্রভাত ফেরী, এবং ‘ঘ’ বিভাগ (বিশেষ চাহিদা সম্পন্ন শিশু)’র বিষয়-ইচ্ছামতো, এই চার বিভাগে অনুষ্ঠিত হয়।

এতে বিচারক হিসেবে ছিলেন রচনায় নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ফরহাদ আহমেদ, সহকারী কমিশনার মো. রবিন মিয়া ও মো. রুহুল আমিন শরিফ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম।

চিত্রাংকনে হরিমোহন খাইরুল আলম, গ্রীণভিউ চারুকলা শিক্ষক আব্দুল্লাহ আল মোহাইম
চাঁপাইনবাবগঞ্জে বই মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে বই মেলার উদ্বোধন


আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁপাইনবাবগঞ্জে ৩দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চের পাশে এই বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। 

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাকিউল ইসলাম, নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, ইসলামিক ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল কালাম, চেম্বারের পরিচালক মো. শহিদুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বই মেলায় অংশগ্রহণকারীরা। 

২১ থেকে ২৩ ফেব্রæয়ারী ৩দিনব্যাপী চলা এই বই মেলায় ভাষা শহীদ ও ভাষা নিয়ে লেখা এবং বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা বিভিন্ন বই প্রদর্শিত হয়। মেলায় ১৮টি স্টল রয়েছে।

Feb 19, 2021

চাঁপাইতে বিজ্ঞান বিতর্ক উৎসবের সমাপনী

চাঁপাইতে বিজ্ঞান বিতর্ক উৎসবের সমাপনী


বিতর্ক মানেই যুক্তি; বিজ্ঞানে মুক্তি এ উপপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও বিএফএফ- সমাকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৯টায় জেলা প্রেসক্লাবের হল রুমে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলাবর (১৬ ফেব্রুয়ারী) শিবগঞ্জ মডেল হাই স্কুলের দুটো উপজেলার মোট-৪টি গ্রুপের বিএফএফ- সমকাল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছিলো। আজ শুক্রবার ৪টি গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলায়  প্রতিযোগিতায় ৮টি গ্রুপ অংশ নেয়।

 এ বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্হান অধিকার লাভ করে হরিমহন সরকারী বিদ্যালয়। ১ম রানার্স আপ শিবগঞ্জ সরকারী মডেল হাই-স্কুল, ২য় রানার্স আপ চাঁপাইনবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় হরিমহন বিদ্যালের শিক্ষার্থী মুশফিকুর রহমান। এ প্রতিযোগিতা পরিচালনা করে জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল।

সমকালের  শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি একেএস রোকনের সার্বিক তত্বাবধায়নে এ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির উজ-জামান, নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মাযহারুল ইসলাম তরু, জেলা গন্থাগারের লাইব্রেরিয়ান মাসুদ রানা, চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু,সাংবাদিক শাহনেওয়াজ দুলাল,ও ফায়জুর রহমান মানি প্রমুখ।

Feb 18, 2021

চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক ছাত্রদের সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক ছাত্রদের সড়ক অবরোধ


চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়কে অবরোধ করেন। বৃহঃপ্রতিবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধা পর্যন্ত শিক্ষার্থীদের সড়কে অবরোধ চলতে থাকে। অবরোধ কারী শিক্ষার্থীরা বলেন; সড়ক দূর্ঘটনায় আমরা আমাদের দু সহপাঠী মোস্তাফিজুর ও মিনারুল কে হারিয়েছি। আমাদের দাবী একটায় আমরা ঐ ঘাতক ট্রাক চালকের ফাঁসি চায়। প্রায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধে রাস্তায় যানজট শুরু হয়। মাহিরুল নামে এক পলিটেকনিকের শিক্ষার্থী ক্ষোভ নিয়ে বলেন; আমরা কোন দেশে বসবাস করছি,আমাদের রাস্তায় চলাফেরা করতেও ভয় লাগে। কেন এতো সড়কে জীবন দিতে হয়। সরকার কেন ব্যবস্হা করেনা।নিরাপদ সড়কের ব্যবস্হা করা সরকরের কর্তব্য।

আঃ আহাদ নামের এক শিক্ষার্থী  আপেক্ষ করে বলেন; আমরা তো কোন সরকারী বাস ভবন চাইনি। চেয়েছি নিরাপদ সড়ক। আজ আমাদের দুভাই সড়কে নিহত হলো। এর দায় ভার কে নিবে।
এ মর্মে সদর থানার ওসি মোজাফফর হোসেন বলেন; আজ বেলা সাড়ে ১১টায় পরিক্ষা শেষে দু পলিটেকনিকের শিক্ষার্থী বাড়ি ফিরার পথে ট্রাক চাপায় নিহত হয়। সেই ক্ষোভে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও,চালকটি পালিয়ে যাওয়ার কারনে আটক করা হয়নি। সড়ক অবরোধে উপস্থিত ছিলেন; ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ,সাফি ইসলাম ও পলিটেকনিকে প্রায় সাড়ে ৩শ জন শিক্ষার্থী বৃন্দ। 

উল্লেখ; আজ বেলা সাড়ে ১১টায় মহানন্দা টোল  প্লাজায় দ্রতগামী একটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়। বিকালে তাদের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Feb 5, 2021

চাঁপাইনবাবগঞ্জে গ্রন্থাগার দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে গ্রন্থাগার দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জে গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় জেলা সরকারী গ্রন্থাগারের হলরুমে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণের মধ্য দিয়ে এ দিবস পালন করা হয়। 


এ সময় উপস্থিত ছিলেন; অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তাজকির উজ-জামান,নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু,টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. ইমদাদুল হক মামুন,বেসরকারি গ্রন্থাগার সমিতির সভপতি মোঃ আমিনুল ইসলাম,জেলা গ্রগন্থাগারের লাইব্রেরীয়ান মাসুদ রানা প্রমুখ।

বক্তারা তাদের বক্তবে বলেন; বাংলাদেশ সরকার শিক্ষাবান্ধব সরকার। গ্রন্থাগার হলো একটি জ্ঞানের সমাহার। যেখানে হরেক রকমের বই থেকে জ্ঞান গ্রহণ করা যায়। পাবলিক লাইব্রেরি বা গণগ্রন্থাগার জনগণের বিশ্ববিদ্যালয়। সমাজের সকল স্তরের লোকের চাহিদা পূরণের জন্য এর উৎপত্তি ও বিকাশ। অন্য কোন গ্রন্থাগার এ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় না। এমনকি এর মত বহুমূখি সেবা দিতেও প্রস্তুত নয়।

 সমগ্র জাতিকে পরিকল্পিত উপায়ে সাহায্য করা এর লক্ষ্য। বিশেষ করে বুদ্ধির পরিপক্কতা অর্জনে সহায়তা গণগ্রন্থাগার প্রতিষ্ঠার অন্যতম কারণগুলোর মধ্যে একটি। সমাজে সকল প্রকারের সদস্য ছাত্র, যুবক, বৃদ্ধ, মহিলা ও বিভিন্ন পেশাজীবী যেহেতু এর ব্যবহারকারী সুতরাং আবশ্যিকভাবে সংগ্রহ করা হয়ও বহুমূখী। অর্থিক সংকটকালে কোন বই প্রয়োজন হলে এখান থেকে পড়ে সেই ঘাটতি পূরণ করা হয়।

এ সময় সেরা ৩ জন পাঠকে পুরস্কার  প্রদান করা হয়।

Feb 4, 2021

 চাঁপাইতে হরিমোহনের প্রধান শিক্ষকের বদলির বাতিলের দাবিতে মানববন্ধন

চাঁপাইতে হরিমোহনের প্রধান শিক্ষকের বদলির বাতিলের দাবিতে মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলামের বদলি বাতিল চেয়ে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতি’র ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বাক্ষরযুক্ত স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৪’ফেব্রæয়ারী) সকালে চঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তব্য দেন,এসএসসি পরিক্ষার্থী আবু সিয়াম,আব্দুল হাই মাহি,মো.শুভ,মাহমুদুর রহমান রোকন,প্রাক্তন ছাত্র সমিতি’র সহসভাপতি গোলাম শাহনেওয়াজ অপু,সম্পাদক জাবেদ আখতার প্রমুখ।

বক্তরা দাবী করেন,প্রধান শিক্ষকের বদলি বিধিসম্মত হয় নি। স্বার্থান্বেষী মহলের তদবিরে অনৈতিকভাবে তাকে বদলি করা হয়েছে। বক্তরা প্রধান শিক্ষককে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশবান্ধব দাবি করে পূর্ণ তদন্ত সাপেক্ষে তার বদলি আদেশ বাতিলের দাবি জানান।

Jan 18, 2021

চাঁপাইয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের ৪ দফা দাবী না মানলে কঠোর কর্মসূচী

চাঁপাইয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের ৪ দফা দাবী না মানলে কঠোর কর্মসূচী


চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের ৪ দফা দাবী আদায়ে জেলার সরকারী- বেসরকারী পলিটেকনিক শিক্ষার্থীদের ব্যানারে সোমবার (১৮ জানুয়ারী) বেলা ১১টায় বারোঘরিয়ায় (দৃষ্টি নন্দন পার্ক) চত্তরে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা মানববন্ধনে বলেন;কোন ভাবেই ১ বছর লস মানিনা,১ম,৩য়,৫ম,ও ৭ম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা দিতে হবে,সকল অতিরিক্ত ফি এবং প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার ফী প্রত্যাহার করতে হবে,২০২১ সালের মধ্যে ডুয়েটসহ সকল প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। ৪টি দাবী আদায় না হলে ফের কঠোর কর্মসুচী নেওয়ার হুশিয়ারী জানায়। মানববন্ধন কর্মসুচীতে শিক্ষার্থীরা মেইন সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করলে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিউটের অধ্যক্ষ হুময়ান কবির খানের নির্দেশনায় শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী শেষ করে।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক কলেজের কম্পিউটার টেকনোলোজির ছাত্র;৬ষ্ঠ পর্বের আঃ আজিম, তারেক আহম্মেদ, ২য় পর্বের আলী আকবর,ও অষ্টম পর্বের সৌরভ, রেফিজারেটর বিভাগের মেহেদী হাসান,আতিকুল ইসলাম,মেকানিক্যাল বিভাগের মাহমুদুর রহমান,ওলিদ হাসান,রাশেদুল ইসলাম,ফুড টেকনোলজি বিভাগের রবিউল হাসান,আঃ খালিদ ও বেসরকারী পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Jan 16, 2021

চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট স্কুল শিক্ষকদের পরিচিতি সভা ও বই বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট স্কুল শিক্ষকদের পরিচিতি সভা ও বই বিতরণ


চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরের ইংলিশ স্কুলের শিক্ষকদের পরিচিতি সভা ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষকদের পরিচিতি সভা ও শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (অতিরিক্ত ২) ওয়াহিদা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন;জেলা পুলিশ সুপার এস এম আব্দুর রকিব,কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ড.শেখ মোহাম্মদ বখতিয়ার প্রমুখ।

প্রসঙ্গ;ইংরেজি শিক্ষার গুরুত্ব ভেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন কালেক্টরেট ইংলিশ মিডিয়াম স্কুল নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান খুলার উদ্দেগ গ্রহন করেছিলো সাবেক জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। এখানে অতি অল্প টাকায় নার্সারি কেজি স্টার্ন্ডাড -১ শ্রেণীতে ভর্তি হয়ে ইংরেজি শিখতে পারবে।

Dec 26, 2020

চাঁপাইনবাবগঞ্জ সরকারী পাঠাগারে পুরুষ্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সরকারী পাঠাগারে পুরুষ্কার বিতরণ


চাঁপাইনবাবগঞ্জে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সরকারী পাঠাগারের আয়োজনে পাঠাগারের হলরুমে অফিস প্রধান লাইব্রেরিয়ান মাসুদ রানার সভাপতিত্বে এ পুরষ্কার বিতরণ করা হয়।প্রধান অতিথি ছিলেন;রাজশাহী বিশ্ব-বিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড.অনীক মাহমুদ।

এসময় আরোও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. বিলকিস খানম,টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাকটর ড.ইমদাদুল হক মামুন,গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব রোকসানা আহমদ প্রমুখ।

২৪ জনকে বঙ্গবন্ধু ও চিরায়ত সাহিত্যের পুস্তক ও সনদপত্র প্রদান করা হয়।অত্র গণগ্রন্থাগারে প্রখ্যত লেখক গবেষক ও শিক্ষক 'প্রফেসর ড. অনীক মাহমুদ কর্নার' এর উদ্বোধন করা হয়।অনীক মাহমুদ কর্নারটি' লেখক ড. অনীক মাহমুদ এর স্বরচিত ও সৌজন্যে প্রদানকৃত সাহিত্যের বিভিন্ন শাখার ৯২ টি শিরোনামের পুস্তক নিয়ে লেখকের উপস্থিতিতে ফিতা কাটার মাধ্যমে উদ্বোধন করা।

Dec 23, 2020

গোমস্তাপুরে হত দরিদ্র ও মেধাবী  শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

গোমস্তাপুরে হত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার সকালে রহনপুর মহিলা কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন কর্তৃক এ শিক্ষা বৃত্তি দেয়া হয়। রহনপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ আসলাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সেরাজুল ইসলাম সনু ও মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের পরিচালক আব্দুল হান্নান রজু। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজসেবক মুশা মার্চেন্ট, অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিবুর রহমান, রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম,শেখ রিয়াজউদ্দিন বিশ্বাস প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক নুরুল ইসলাম,বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সিফাত রহমান হিমেল ও মেহেরুন নাহার প্রমুখ।

প্রসঙ্গগতঃ রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ জন ও রহনপুর মহিলা কলেজের ১০ জন শিক্ষার্থীকে ৪২০০ টাকা করে মোট ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়।

Dec 18, 2020

শিক্ষা প্রতিষ্ঠানের ফের ছুটি বাড়ল

শিক্ষা প্রতিষ্ঠানের ফের ছুটি বাড়ল


করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বেড়েছে। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে কওমি মাদ্রাসা এই ছুটির আওতায় থাকবে না।শুক্রবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় চলমান ছুটি আবার বাড়ানো হয়েছে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কওমি মাদ্রাসা এ ছুটির আওতামুক্ত থাকবে।এর আগে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সুযোগ নেই। নতুন করে ছুটি বাড়ানোর বিকল্প নেই।’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে ছুটি বাড়াতেই হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেয়া হবে।

Dec 8, 2020

চাঁপাইনবাবগঞ্জের গার্ল গাইডস কর্মশালার সমাপনী

চাঁপাইনবাবগঞ্জের গার্ল গাইডস কর্মশালার সমাপনী

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে গার্ল গাইডস কর্মশালার সমাপনী অনুষ্ঠানের সমাপ্ত হলো আজ ৮ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় জেলার গ্রীন ভিউ স্কুল অডিটোরিয়াম রুমে  অনুষ্ঠান শেষ হয়।


অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন,বাংলাদেশ গাইডস এসোসিয়েশনের জেলা কমিশনার গৌরচন্দ্র সেতু।
চাঁপাইনবাবগঞ্জ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ্জামান,আরোও উপস্থিত ছিলেন,জেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক।

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ পত্র বিতরন করা হয়।

Nov 22, 2020

শিক্ষাবিদ মার্জিনা হকের ১ম মৃত্যুবার্ষিকী পালন

শিক্ষাবিদ মার্জিনা হকের ১ম মৃত্যুবার্ষিকী পালন

বিশিষ্ট শিক্ষাবিদ মার্জিনা হকের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে কল্যাণী মহিলা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ। কল্যাণী মহিলা সংসদের আয়োজনে সংস্থার ‘মার্জিনা হক মিলনায়তন’ এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) কবিতা চন্দ এর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, এডিএম জাকিউল ইসলামের পত্নী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহীর সহকারী অধ্যাপক (আইন বিভাগ) নাহিদা আক্তার, এনডিসি পত্নী ফারহানা মাসুমা, সহকারী কমিশনার (ভুমি) পত্নী ফারজানা ইয়াসমিন শিপু, মরহুমার কন্যা ডাঃ সালমা আরজুমান বানু, বোন মাসুমা হক, বোন তোহমিনা বেগম, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা আহমেদ, কল্যাণী মহিলা সংসদের গৌরী চন্দ সিতুসহ অন্যরা। নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে মরহুমা মার্জিনা হকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা প্রধান শিক্ষক (অবঃ) ফারুকা বেগম। এসময় কল্যাণী মহিলা সংসদ, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্তরের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Nov 19, 2020

অফিস চলাকালে লাগাম টানা হচ্ছে সরকারি চিকিৎসকদের

অফিস চলাকালে লাগাম টানা হচ্ছে সরকারি চিকিৎসকদের


অফিস চলাকালীন সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে থাকতে পারবেন না। কোনো কারণে কর্মরত অবস্থায় থাকলে টাস্কফোর্স ও সংশ্লিষ্টদের বিষয়টি জানাতে হবে। বেসরকারি হাসপাতালে ফি নির্ধারণের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। গতকাল পৃথক দুটি সভায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যসেবা বিভাগের জনস্বাস্থ্য-১ অনুবিভাগের অতিরিক্ত সচিব এবং টাস্কফোর্স কমিটির আহ্বায়ক মোস্তফা কামালের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলো- হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব ও ক্লিনিকগুলোতে স্পষ্টভাবে লাইসেন্স নিবন্ধন নম্বর উল্লেখ থাকতে হবে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে টাস্কফোর্স। ১৬ নভেম্বরের মধ্যে অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। সভায় টাস্কফোর্স কমিটির সদস্য সচিব শিব্বির ওসমানী, স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক ফরিদ হোসেন মিঞা, যুগ্ম-সচিব সালমা তানজিয়া, যুগ্ম-সচিব সায়লা ফারজানাসহ অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকসমূহের সেবা বিষয়ে পর্যালোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ফি নির্ধারণ সংক্রান্ত পরিকল্পনা জানিয়েছেন। তিনি বলেন, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য সেবা সংক্রান্ত চিকিৎসা ফি, টেস্ট ফিসহ অন্যান্য ফি সমূহ সরকারিভাবে নির্ধারণ করে দেওয়া হবে। এক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলোকে ক্যাটাগরি ভিত্তিক নির্ধারণ করে দেওয়া হবে। এ জন্য মন্ত্রণালয় থেকে কিছু দিনের মধ্যেই একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে। এই কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। সভায় বেসরকারি হাসপাতালগুলোর পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান ক্লিনিক থেকে বর্জ্য ব্যবস্থাপনা একটি নিয়মের মধ্য দিয়ে কেন্দ্রীয়ভাবে করার ব্যাপারে মতামত দেন। সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান, সাধারণ সম্পাদক আনোয়ার খান এমপি, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদসহ অন্যান্য বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Jul 31, 2020

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করা কী শরিয়তসম্মত

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করা কী শরিয়তসম্মত

অনেকেই অনেক ইসলামী চিন্তা বিদের কাছে প্রশ্ন করেছিল,আমাদের দেশের অনেক এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল করে দুটি ঈদ পালিত করে থাকে।এটা কি শরিয়তসম্মত?

উত্তরে ইসলামী চিন্তাবিদসহ গবেষকরা বলেছেন তাদের এ কাজটি শুদ্ধ নয়। 



কারণ, ঈদের ঘোষণা না এলে ঈদ পালন করা জায়েজ না।যেমন ক্লাসে শিক্ষক হাজিরা খাতা না বের করে রোলকল করে ডাকলে যতই শিক্ষার্থী বলুক,আমি আছি আমি আছি।এটা করা বোকামী।

গবেষকরা বলেন,রাসূল (সা.) হাদিসের মধ্যে বলেছেন, ‘যেদিন মানুষ রোজা শুরু করবে, সেদিন থেকে রোজা পালন করা হবে আর ইফতার বা ঈদ, যেদিন মানুষ ইফতার বা ঈদ পালন করবে সেদিন।’ সুতরাং এটি সামষ্টিক ঘোষণার সঙ্গে সম্পৃক্ত এবং এ বিষয়ে ঘোষণা দেবেন সরকার বা রাষ্ট্রপ্রধান।

ইসলামী বক্তারা বলছেন,এটি শুদ্ধ না হওয়ার পেছনে আরো একটি বিষয় হচ্ছে, কেন সৌদি আরবের সঙ্গে ঈদ পালন করা হবে? আদৌ কি আমাদের কোনো ইবাদত সৌদি আরবের সঙ্গে পালন করার কথা বলা হয়েছে? সৌদি আরব ও বাংলাদেশে কি একই সময় সূর্যোদয় ও সূর্যাস্ত হয়? চাঁদ কি একই সময় উদয় হয় ও অস্ত যায়?

এই ধারণা শুদ্ধ নয় যে, কোনো ইবাদত আমরা সৌদি আরবের সঙ্গে করব। কারণ, সৌদি আরবের সঙ্গে কোনো ইবাদত করার নির্দেশনা আমাদের দেওয়াই হয়নি। সৌদি আরব না থাকলে কি আমরা কোনো ইবাদত করব না? সুতরাং এ কাজটি মোটেও শুদ্ধ নয়।

কেউ বলতে পারেন যে, সৌদি আরবের সঙ্গে ঈদ পালন করছি। কারণ, তারা আগে চাঁদ দেখেছে। এটি সহিহ নয়। যদি তাই হয়, তাহলে সৌদি আরবের আগে যারা চাঁদ দেখেছে, তাদের সঙ্গে ঈদ পালন করা উচিত। সুতরাং এখানে বড় ধরনের ভুল এবং বিভ্রাট রয়েছে।

তৃতীয়ত, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সৌদি আরবের সঙ্গে আমাদের যেমন ভৌগোলিক কোনো মিল নেই, তেমনি চান্দ্রিক বর্ষ অথবা সৌরবর্ষ কোনোটির সঙ্গেই মিল নেই। তাই কোনোভাবেই একে একদিনে মেলানো যাবে না। একদিন আগে ও পরের হিসাবে ধরতে হবে। এটি ভৌগোলিক বাস্তবতা।

এ প্রসঙ্গে রাসূল (সা.) বলেছেন, ‘চাঁদ না দেখা পর্যন্ত তোমরা সিয়াম (রোজা) পালন করবে না, অনুরূপভাবে যতক্ষণ পর্যন্ত নতুন চাঁদ না দেখবে, তোমরা ঈদ পালন করবে না।’ তাই কোনো ব্যক্তি যদি চাঁদ দেখে রোজা রাখে এবং ঈদ পালন করে, তাহলে চোখ বন্ধ করে সে সুন্নাহ অনুসরণ করেছে। আর যদি কোনো ব্যক্তি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে, তাহলে সে চাঁদ না দেখে তা পালন করছে। এটি সম্পূর্ণ ভুল।